আমার জীবনে কিছু নেই
স্বজনহীন বন্ধুহীন নিঃসঙ্গতা ছাড়া
শিশির ভেজা একমুঠো শিউলি ফুল ছাড়া
আমার জীবনে আর কি আছে!

একটা গাছ কিনবো বলে
সুদীর্ঘ বছর হারাই
মায়ের কাছে যাবো ভেবে
আশায় কাটে কয়েক যুগ
তীর্থের কাকের মতন
তাকিয়ে থাকি আকাশ পানে।
আমার জীবনে আর
নতুন কিছু হলো না ।

শিশুদের দৌড়াদৌড়ি খেলাধুলা
আমার ভালো লাগে,
আমারো অবুঝ শিশু হতে ইচ্ছে করে
যে রকম অবুঝ ছিলাম
মুখোশের আড়ালের
সকল মানব কূলকে
ভালোবেসে; ভালো চেয়ে।

বট বৃক্ষের
শীতল ছায়ায় নির্লিপ্ত নদী
ধীরে বয়ে যায়,
এ পাড়ে কেউ নেই;
ও পাড়ে সব আমোদ প্রমোদ উৎসব।  

আমি কাউকে দোষ দেই না
এ জীবন আমার;
এই সোনালী বিকেল আমার;
এই আবেগ ভরা কষ্ট আমার।

একান্ত রক্তের বন্ধন
আর;
যাবতীয় আপনদের দেয়া
জ্বালা যন্ত্রনা শোক
সে বেদনায় ব্যাকুল হৃদয়
সে ব্যথা না জানুক কোন লোক।।