তুমি অন্যরকম
যেমন?
যেমন এই পৌষের রাত
ঠান্ডা তেমন নেই; অথচ কি ভীষন বৃষ্টি।

তুমি এরকমই,
কি রকম?
হুস করে উড়ে যায় প্লেন
উড়ে যাও তুমি,
নিমিষেই নিশ্চিহ্ণ হও
থাকে শুধু ধূলো আর আমি।

এটা কিন্ত বেশি হয়ে গেলো!
একদম!
কেমন?
যেমন মহাশূন্যের কক্ষপথে
দূরত্ব সীমাহীন।
যোগাযোগের একটিই মাধ্যম
টেলিপ্যাথি অথবা টেলিফোন।

এক গাল হেসে বললে
সে তুমি যত যাই বলো;
আমাদের ভালোবাসাই অন্যরকম।।