আমি তো অত ভাবি না আর
কথায় কথায় কষ্ট নেই না মনে,
এখন তো রং চিনি
চেহারার
লাল নীল হালকা বেগুনী,
ভালো বলে যা কিছু আছে
তা আসলে অর্থের দখলে।

এখন তো সব জানি
জ্ঞান বিজ্ঞানের সূত্র মতে
নিঃস্বার্থ কিছু নাই আর
সব যাদুর ভেলকি।
সেই ভেলকি দিয়া
সমস্তই ক্ষমতা
তাদের
তামাম দুনিয়া।
এখন শক্ত হাতে
কলিজাটারে নিরাপদে
আকড়ে রাখাই
অনেক ব্যয়বহুল
সূর্যের তাপে ওটা পুড়তেছে রোজ।