তুমি দিন দিন শূন্য থেকে শূন্যতায়
পৃথিবীর অন্য প্রান্তে পরে আছে মন
তোমার অপেক্ষায় থাকা প্রহরীরা
ক্লান্ত হয়ে ঘুমাতে গিয়েছে কখন।
তুমি কাঠ গোলাপের মতন রঙিন
হয়েও ছবির মতন বিবর্ন ফড়িং
উড়ে উড়ে দূরে সরে যাও
একটু খানি মিথ্যে করে তোমার ডানায় নাও।
খালি চোখে ধোঁয়া ধোঁয়া কুয়াশা
সকাল সন্ধ্যা রাত্রি বৃথা আশা।
সব শেষ তবু দুটি চোখ খুলে রাখি
নিষ্ঠুর নির্দয় তুমি সোনার ময়না পাখি।