প্রিয়;
জীবনভর আমি দিগবিদিক কণ্টক বিদ্ধ
ত্রিশূলের আঘাতে জর্জরিত নিষ্ঠুরের দেশে;
যখনি জপি নাম শান্তির মহিমা হয়ে
তোমার মুখখানি তখনি ওঠে ভেসে।।
জানো;
তোমার মুখখানি তীব্র তাপে
এক গ্লাস ঠাণ্ডা জল;
ক্লান্তিতে একটি আরামদায়ক আশ্রয়;
ব্যর্থতায় একমাত্র শান্তনা;
আর এক টুকরো স্বর্গ ।
প্রিয়;
কোথায় তুমি ভাবিনাতো আর;
থাকুক দূরত্ব করিনা ভয় এই মহাকাল পারাপার।
হৃদয়ে যে মিশে আছো থাকো তুমি যতই সুদুরে,
আছো শ্বাসে- প্রশ্বাসে অক্সিজেনে আমার চারপাশ জুড়ে।
প্রিয়;
তুমি আছো তুমি আছো
আছো তুমি এই শান্তনায়;
সাতটি আকাশ সম; দুজনের ব্যবধানে ব্যর্থতায় ।
কি আসে যায়।।