কারো কাছে কি এক মগ মায়া হবে?
থাকলে দিন না,
তেলের সাথে মিশিয়ে মাথায় দিয়ে শুয়ে পড়তাম;
একদম ঘুমাতে পারছিনা; গত কয়েকশো রাত ধরে।
গত কয়েকশো রাত দিন,
আমার মাথার উপর কোন মমতাময়ী হাত নেই।।