ভুল গুণের মাপকাঠি নিয়ে
এর ওর জীবনযাপন হিসেব নিকেশ করে
অযথা সময় নষ্ট
আমি করিনা।
এই দীর্ঘ কষ্ট সৃষ্ট জীবন
টেনে হেঁচড়ে এগিয়ে চলি,
সামনে অথবা পেছনে,
সমান্তরাল অথচ একই ক্লান্তিকর চক্রে।
মাঝে মাঝে ব্যাপারটা খুব দুঃখের হলেও
অভিমান দিয়ে,
দায়সারা মাটি চাপা দিয়ে,
চুপ চাপ বসে থাকি।
মানুষের পরিধি ওই বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ।
সাধ্যের অসাধ্য অভিমান যখন পাথর,
দিনের আলো গুলো বন্ধ করে দিয়ে,
মাস ছয়েক ঘুমিয়ে নিলেও তো পারে মানুষ,
আমার মতন।