সারাদিন কাজ কইরা যেই সময়
বাইরে বের হই,
সেই সময় চারদিকে অক্সিজেনের ঘাটতি।  
আলো ও কইমা যায়;
সূর্যের আলো।  

প্রত্যেকদিন শরীরের শিরা উপশিরা
একেকটি রক্তের কনিকা জানে
অসুস্থ শরীরে কায়িক শ্রমের ক্লান্তি।
জানেনা শুধু
আকাশের উড়ন্ত ছোট্ট পাখিগুলা,
মাথার উপর দিয়া হইচই রব তুইলা
অকস্মাৎ উইড়া যায়।
ওদের সুখ অসহ্য লাগে।
তুমি কি ঐ ছোট্ট পাখির দলের নেতা?
মানুষের কষ্ট তো কানাকড়িও বুঝতে দেখি নাহ।  

বচ্ছরের পর বচ্ছরের আমার কষ্টের ইতিহাসগুলা  
সরাইতে সরাইতে হাত পা ক্ষয় হইছে গো।
চোখের জ্যোতি ও কইমা গেছে  
আমি যে অন্ধের খাতায় নাম উঠাইলাম,
সেইগুলা দেখার তোমার সময় কই।


আচ্ছা
তোমার কাছে সার্জারি করার যন্ত্রপাতি আছে নাকি?
আমার হার্টটা জরুরী ভিত্তিতে অপসারণ করা দরকার।
ঐটা কয়েক শতাব্দী ধইরা ড্যামেজ হইয়া পইড়া আছে।।  
তার আগে এক গ্লাস পানি খাওয়াও
আমি ভালো বোধ করতেছিনা,
মস্তিস্ক কাঁপতেছে বেহুদা।।