ছোট আপা
তুমি হারিয়ে গেলে
কোন অজানায়;
হঠাৎ কিছু না জানিয়ে
কি নিদারুন ফাঁকি দিয়ে গেলে চলে।
না ফেরার দেশে।
ছোট আপা
তুমি ভালো থেকো।
সুখ স্বার্থ মোহ মায়া
এসব এ জগতের মিথ্যে খেলা।
পড়ে থাক অবশ আবর্জনা।
এসব নিয়ে দুঃখ করোনা
আমার প্রিয় ছোট আপা।
যে জীবন পৃথিবীতে এসেছে
তাদের সবাইকেই মৃত্যুর স্বাদ
গ্রহন করতে হবে,
শুধু তুমি একা তো নও।
ভয় পেওনা ছোট আপা
ওসকল অনর্থক সব
ব্যথা দেয় শুধু।
যেমন ব্যথার ছিল
তোমার তৎক্ষণাৎ মৃত্যু।
আর গাঢ় নিরাবতায়
তুমি নিষ্পাপ নিরব নিথর।
তুমি ভালো থেকো
ছোট আপা ওপারে একটু ঘুমিয়ে নাও এবার।
আছি আমরা আছি
ডাক এলেই চলে আসবো তোমার কাছে।