একদিন আমি ঝড় হবো
তোমার সমস্ত অবহেলা
ভেঙ্গে দুমড়ে মুঁচড়ে ফেলবো
ধুলো ময়লার মত সব
উড়িয়ে দেবো আকাশে।  
শূন্যতায় উড়তে উড়তে
ওসব ছাইপাস একেবারে নাই হয়ে যাবে।

একদিন আমি নদী হবো
নদীর স্রোত হয়ে আমি আছড়ে পড়বো সেই মাটিতে  
যেথায় তোমার পা স্পর্শ করেছিলো কোন এককালে।
  
একদিন আমি বন হবো,
ঘন অন্ধকারে আমি
জঙ্গলের সকল গাছ গাছালী নিয়ে
প্রার্থনায় মত্ত হয়ে থাকবো
রাত দিন তোমার ধ্যানে।  

তোমাকে একটিবার স্বচক্ষে দেখার জন্য।
একদিন আমি মহাসড়ক হবো
কে জানে হয়ত তুমি ওই সড়ক ধরেই যাবে
তোমার প্রিয় কোন প্রেয়সীর কাছে।

বাদশা আকবর যেন তুমি,
একজনের ভালোবাসা!
তাতে কি করে ভরবে এমন শৌখিনদার মন!!

একদিন আমি ভিক্ষুক হবো  
থালা পেতে দাঁড়িয়ে থাকবো প্রতিদিন
তোমার দরজায়।
যদি কভু দয়া হয় তোমার!!
মহান তুমি
তোমার এক ফোটা ভালবাসা পেলে  
চির কৃতজ্ঞ ভৃত্য হবো আজীবন।  

একদিন আমি সুনামি হবো
তোমাকে ডুবিয়ে ভাসিয়ে বিপদজ্জনক
ঢেউয়ের তোড়ে একদম বিলীন করে দেবো ভুগর্ভে,
আমায় তুমি এত ব্যথা দিলে প্রিয়।।  
  
সভ্যতার উত্থান পতন
আর ধংস দেখতে দেখতে আমি ক্লান্ত ।  
তুমি কি তারপরও একটিবার ফিরে চাইবে না!
  
যদি নাই ভালবাসো প্রিয়
তবে মৃত্যু হোক এই ছাই মুখীর।
তোমায় দেখার জন্য
বুভুক্ষ হৃদয় পুড়ে কয়লা হয়ে যাক।
চোখ দুটি কেঁদে কেঁদে অন্ধ হোক,  

ভেবোনা আমি মরে গেছি
কই মাছের প্রান আমার, তোমায় দেখার আশায়  
টিকে আছে আজো দেখো খড়কুটো ধরে,

এ জীবনে না হোক
মরনকালে একটি বার দেখা দিয়ে যেও।