আমি তোমাকে ভালোবাসি
হে আমার শান্ত ভালবাসা
আমার প্রান চঞ্চল আশা।
পবিত্র সকালের মতই
পবিত্র তোমার মুখ খানি।
তোমাকেই প্রিয় বলে জানি।
তোমাকে নিয়ে বাঁচতে চাই
তোমাকেই প্রয়োজন যত;
দিন দিন প্রতিদিন
প্রথম দিনের মত।
পাঁচ হাজার আটশো চব্বিশ মাইল দূরে
হারিয়ে যাচ্ছ কি! কালের অভ্যন্তরে!
আমি একাকী - দুঃখী - স্বপ্নে বিভোর আঁধারে,
আমার যত প্রেম যত রক্তঝরা ক্লান্ত ভালোবাসা
সকলই রইলো পড়ে তোমার তরে।।