এক অপেক্ষা কতবার করা যায়,
একই অপেক্ষা করে জীবনটাকে নরক বানিয়ে
মনে হতে পারে এই জীবনই ভালো।
এক কাপ কফি অথবা আদা লেবুর
নিজের জন্য বানানো রং চা
আয়েশ করে পান করার পরই
কেন মনে হয়;
আহা জীবনে তো ভালো কিছু থাকলোনা
ঐ এক অপেক্ষা ছাড়া।
মনেহয় শান্তি সব অন্য গ্রহে বাস,
যে গ্রহে প্রাণের অস্তিত্ব নেই
সব থেকে সহজ হিসাব করতে করতে
পৃথিবীর জনপথ হাসতে হাসতে কেঁদে ফেলে;
কোন এক একা থাকার মুহূর্তে
অথবা সময় সুযোগ অবসরে।
যে মানুষ পাশে থাকে
তার থাকার গুরুত্ব
অপ্রয়োজনীয়।
প্রয়োজন বোঝে না দিন দুনিয়ার মানুষ;
পৃথিবীর মায়া ছেড়ে একাকী মৃত্যুর পর।
দেরী হয়;
দেরী হয় ভালোমন্দ কিছু করার;
তার জন্য।
সুযোগ থাকলে আসলে কি কিছু করতাম!!
আমার বাবার জন্য?।