তুমি আছো নাই'য়ের উপর ভরসা করাই
অভ্যাসে পরিনত হয়েছিলো।
কয়েক শত যুগ
আছো নাই; আছো নাই; করতে করতে;  
তীর্থের কাকের জীবন।

তোমার দুনিয়ায় এত রঙ যে;  
আমি সেই রঙের কাঙ্গাল হই।
তোমার উঁচু কপাল,
খাঁড়া নাক, ভদ্র চেহারা,
আভিজাত্যে ভরা মুখমণ্ডল
অনুভব করে;  
সিওর হই
তোমার মতন কেউ জন্মাবেনা।


নগদে বাজি ধরে বলতে পারি,
একমাত্র তুমিই প্রকৃত প্রেমিক।
ভণ্ড প্রেমিকে দুনিয়া সয়লাব।
এরা প্রেমিক মুখোশ পড়ে
ঘুরে ফিরে এরে তারে ভালোবাসি বলে।
ভেজালের যুগ বুঝছো,
রাশি রাশি ভেজাল প্রেমিক।