আমার এই মূহূর্তটাকে
আমি কি দিয়ে বর্ণনা করি!!
কখন সকাল হয়
কখন সকাল গড়িয়ে দুপুর,
কখন এক পশলা বৃষ্টি নামে
ঝর ঝর করে চারিধারে,
কখন তাপ দগ্ধ পরিবেশ পরিস্থিতি।

ক্ষণে ক্ষণে বর্ণ গন্ধহীন
অন্ধের মতন আমি
হাতরে বেড়াই অতীতে,
মুহূর্তকালের অতীতে
অনন্তকালের অতীতে,

অতীতের কর্মফল নাকি বর্তমানে ফিরে আসে
শুধু আমার বেলায় তা নয় কেন বিধাতা!
আমি তো চিরকাল ভালোটাই করেছি সবার, সবাইকে ভালোবেসেছি,
নিঃস্বার্থভাবে।
ভালবাসার পরিবর্তে তবে কেন ফিরে আসে ঘৃণা?

আমার হৃদয় ঘাসের মতো কোমল
রোদে তাপে খড়ায়
ঢলে পড়া পাতা সম্বল ক্ষুদ্র গাছ আমি
কেউ তো আমার মাথার উপর বটবৃক্ষ হও।
কেউ তো আমার মাথায়
এক জগ ঠান্ডা পানি ঢালো
আমি তৃষ্ণার্ত।