কারো কিছু থেমে থাকলো না। 

এদের না;
ওদের না,
তোমার না!
কারোই না!

শুধু থেমে থাকলাম আমি!।



অনঢ় অসাঢ় 
জড় পদার্থের মত,

নির্জীব বস্তু

আর চলার পথে
পদদলিত মাটি!
অথবা মৃত গাছ,
দেখো;

থেমে থাকলাম আমি।

নির্ভীক পরিনতিকে
উপেক্ষা করে
কঠিন পাথর।

অন্ধ ভালবাসা
য়  
ভ্রান্ত বিশ্বাসে;

অচল অবশ
বিকল যন্ত্রের মত;
স্থির
অনন্ত;
থেমে থাকলাম আমি।