আঘাত যদি কারো কারো
ভালোবাসার পুরস্কার হয়;
তবে অপমানও একই অংশের অংশীদার
কি বলো?
তুমি যদি বোঝো
একাকী দুর্বল মানুষকে
রণ-হস্তি, অশ্বারোহি, অস্ত্র-সজ্জিত সৈন্য সামন্ত,
আর গোলা বারুদের সামনে ফেলে
সরে পরাটা অন্যায়।
যদি স্বীকার করে নাও নিজের দুর্বলতা
যদি বিশ্বাস করো তোমার ভুলগুলো,
যদি থেমে যাও অপরাগতায়,
যদি বিলম্বিত শ্বাসকষ্ট তোমায় পেয়ে বসে,
তবে তোমার করা এই পর্যন্ত সাত খুন মাফ।
এই সমাজে প্রেমিক মানেই তো বাদশা।
তার জন্য সমস্ত জীবন
লুটিয়ে দেয়া যেতেই পারে পথের ধুলোয়।
পথের ধুলোয়
হারাধনের দশটি ছেলের মতন
শেষে কিছুই থাকেনা গো।
তারপর ও যদি ভালোবেসে তাই চাও
কি আর করা।
যেদিন জানবে
সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় জ্ঞান
মনে রাখবে আবহাওয়ার খবর।
ঠিকঠাক বলতে পারবে বাংলা ও ইংরেজি তারিখ;
চোখের দিকে চেয়ে দেখবে মন;
তোমার দৃষ্টির আড়াল হবোনা কখনো;
কথা দিচ্ছি।।