এক মগ কফি হবে?
আমার মনটা অসুস্থ
কফি ভীষন প্রিয়তো
তাই ভাবি কফি খেলে
আগের মতন বুঝি
সেরে উঠবে মনটা।

জানেন
আমার মনটা
ভেতরে ভেতরে মরে যাচ্ছে।

এই যে শুনুন
আহা শুনুন না;
হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি
এক মগ কফি হবে কি?
আমার মনটা
পুড়ছে বহুকাল।