আপনজন হারিয়ে স্বপ্নে ফিরে আসে
তাদের শব্দ ছাড়া কথাগুলো তখন শোনা হয়ে যায়।
তারা হাসে, আলো আঁধারের সাদা কালো পরিবেশে।
তারা বুঝায় তাদের ব্যবহারে
তারা আছে;
অথবা
অতীতটাকেই বর্তমান বানায়।
আব্বা এসে স্বপ্নে একটা পান চাইলো;
দ্রুত হাতে পান নিয়ে; পেছন ফিরে দেখি;
কোথাও কেউ নাই।
জীবনের সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া
প্রতিদিনের প্রয়োজন সহ;
আব্বা হারিয়ে গেল !
খুঁজে খুঁজে হয়রান
স্বপ্নের ভেতরও খেয়ালে আছে
আব্বা এখন আর বেঁচে নেই;
পান ও তার পছন্দ না;
অথচ পান নিয়ে অস্থির পায়চারী আমার
ভিনটেজ আলোয়।