দক্ষিনের জানালায় আসন পেতেছি,
স্নিগ্ধ হাওয়া বৃষ্টিতে অন্যরকম।

ঘুটঘুটে অন্ধকার
মাঝে মাঝে বিজলির আলোকছটা
গাছের সবুজ পাতা ভালোবাসার রুপ।
মেঘের গর্জন ভুলিয়ে দেয়
মনভোলানো চির চেনা পথ।

হারিয়ে যাচ্ছি ক্রমাগত দূর হতে বহুদূর।
বৃষ্টির ঝংকার বেজে চলে মন্থর।
ঝুম ঝুম ঝুম।

পাগলা হাওয়া এসে দপ করে
ঘরের আলো নিভিয়ে দেয়,
আমায় নিয়ে ছুটে পালায় গগনের অনন্য চূড়ায়
হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে কেঁপে ওঠি।
একা,বড্ড একা আছি,
শুনছো?

হয়তো তুমিও আসন পেতেছো
সহস্র মাইল দূরের নগরীতে,
এমনি এক বৃষ্টিস্নাত রাতে।
এই মুহূর্তে সবটা জুড়ে তোমার বিচরণ।

এক ফোটা জলের কোমল স্পর্শে চেতনা ফিরে পাই,
চারপাশ কেবলি শূন্যতা।
ভালোবাসা আর বৃষ্টি দুটোই নাগালের বাইরে,
আমি জানালার এপাশে,
ওরা ওপাশে।

দর্শনে, মননে আর অনূভবে জড়িয়ে,
কাউকেই ছুতে পারি না।
বাদল নৃত্য বেড়েই চলে,
বুকে গাঢ় হয় তোমায় না দেখার কষ্ট।

বৃষ্টি অথবা তুমি,
দুজনেই কি খেলছো আমায় নিয়ে?
অপূর্ব লুকোচুরি খেলা।

আজ তোমার কাছে ম্লান
কিংবদন্তীর সকল উপাখ্যান।।