অনুগ্রহ করে,
আমাকে একটু বোঝার চেষ্টা কর।
একটু তাকাও
একটু দেখো আমার দিকে।

শত বছর ধরে
আমি বিপদগ্রস্থ;
দুর্বল
আর অসহায়।

আমার অর্ধেকটা ডুবে আছে মাটির ভেতর;
হাতগুলো পচন ধরেছে ওগো;
পাখাগুলো পিঁপড়ে খাচ্ছে!
আমি উড়তে পারছি না;
আমি চলতে পারছি না
আমি হাটতে পারছি না;
শরীরটা অবশ একদম।

চোখদুটো খোলা;
আকাশের দিকে মুখ করে;
তোমায় স্মরণ করে।

একটু যদি তাকাতে আমার দিকে
একটু যদি দেখতে আমায়!!


আমার শরীরের পচন ঠেকাও
হাতগুলো টেনে উপরে তোলো;
শরীরটা মাটি থেকে সরিয়ে দাও;
আমাকে উড়তে সাহায্য করো।
অস্তিত্ব বাঁচানোর খেলায়
আমি ক্লান্ত।।