আমার জীবনে এমন একটা দিন আসেনি
যেদিন আমি স্বাধীন ছিলাম।
ব্যস্ত থেকেছি আমি
ভীতু থেকেছি,
অশ্রু, ভয়, বিপদ আর
বিনা অপরাধে দোষী
সমস্ত জীবন।।
কর্মঠ আমি
কখনো মুখ তুলে
কারো দিকে ফিরে দেখার
কথা
কল্পনাও করিনি এক মুহূর্ত,
আর তোমরা কিনা
শুধু আমাকেই দেখো
এটা ওটা বানোয়াট
গল্প ফাঁদো!!
বাঁচাটাই ক্ষতি?
আমি দুর্বল
আমি ক্লান্ত
তোমরা যে লক্ষ লক্ষ
তীরন্দাজ সৈন্য
দিয়ে আমায় ক্ষত বিক্ষত করছো!
কয়েক শতাধিক তোপের মুখে
দাড় করিয়ে আমায় যে হুমকি দিচ্ছো!
কেন বোঝনা?
আমি আগুনের তৈরি কোন জলন্ত পদার্থ নই!
কিংবা রোবট।
দুর্বল মাটি দিয়ে তৈরি
দুর্বল মানুষ।
আমিতো মানুষ।
আমারও একটা হৃদয় আছে,
তোমাদের মত।
সে হৃদয়ও কাঁদে,
আঘাতে আঘাতে।