বন্ধুরা খেলাধূলা তো ভালোই পারো
আগে জানা থাকলে সুবিধা হতো
হাতুড়ির জন্য মাথা পেতে প্রস্তুত থাকতাম।
ঝুঁকে দাঁড়িয়ে থাকতাম তোমাদের হুকুম মত!
কত ভালোবাসতাম তোমাদের।

মহাজ্ঞানীদের বানীতো উপেক্ষা করেছি চিরকাল
কে জানতো এমন দিন আসবে
অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে যায়,
আর উপকারীকে খায় বাঘ।

ন্যাশনাল জিওগ্রাফির সাপ খোপ বাঘ ভাল্লুক দেখতাম মায়ায়
সেই মায়ায় তোমরাও ছিলে আপন।
ধরে নিয়েছি মহাজ্ঞানীরা ভুল;
সব সঠিক তোমরা নিয়ে বসে আছো‌ অন্তরে।
ন্যাড়া হয়ে কতবার বেল তলায় গেলাম আল্লাহ!
গুনে রাখিনাই।

চড়ুই পাখি আমি একলাই একশো
এক পয়সা হাতে নিয়ে হয়রান  
রাজার যত ধন আমার আছে তার অধিক।
সেই বিশ্বাসে ভূমিকম্পে উপড়ে পড়লো
বটগাছ।
তছনছ হলো পরিবেশ।

জানের জানেরা
আমার মাথায় কর্কশ কাক ঢেলে দাও
ওরা রাত দিন অতিষ্ঠ করুক আরো
যতখানি তোমরা চাও তারও বেশি ।