বনের ছায়া অন্ধকারকে আড়াল করে,
ক্ষীণ সুর্যের আলো গাছের পাতায়।
তোমার নামে আমার সমবেদনা—
নিঃশব্দ ভাষায়, অশ্রুসিক্ত চোখে।
তোমার খোঁজে দীর্ঘ সময়ের বিষাদ,
ব্যাকুলতা বুকের গভীরে,
জীবনের পথ গিয়েছে আঁধারে ডুবে,
কেউ কি একটা প্রদীপ দেবে?
মুখ বন্ধ,
গভীর নীরবতায়,
দূর থেকে দূর,
হেঁটে যাই তোমার দিকে,
সাথে নিয়ে ব্যথার আগুন।
দূরের পাখিরা ডেকে যায় অবিরাম,
তারা নিঃসঙ্গ বন্ধু সকলের।
ব্যর্থতার হাহাকার হৃদয়ে বাজে,
পাখিরা জানে না,
কীভাবে আমি তা সহ্য করি।
তারপর একদিন,
হেরে যাবো সকল বাঁধায়,
পৌঁছাবো না সেই জগতে,
যেখানে রয়েছো তুমি।
চলে যাবো জীবনের সমস্ত কলঙ্ক নিয়ে।