হে যুবক;
আমার চেয়ার, টেবিল, বিছানায়,
ল্যাপটপে, বুক সেল্ফে, কপালে,
গালে, অন্তরে, মস্তিষ্কে, চোখে,
আমার মাথা ভর্তি চুলে,
বাসা বেঁধেছে বিষণ্ণতা ;
একটা ব্যাধি মুক্ত সংগীত গাও তো

আমিও একটুু শান্তিতে ঘুমাতে চাই।
তোমার রুপার কাঠি কই?