তোমার সাথে যে আমার প্রেম
সেখানে ইদানীং  
নতুন এক যন্ত্রণার উৎপত্তির নাম মায়া।

এই যে পুরুষের প্রতি নারীর টান
নারীর প্রতি পুরুষের;
জগত সংসার চলছেই এই এক চক্রাকারে।

পরিবর্তন নাই পৃথিবীর
পরিবর্তন নাই তোমার কথায় ও,
তুমি যে আমার মতই আমার কথা ভাববা
এমন দাবী তো করতে পারিনা।

ঠেকে গেছি প্রেমে; পাপে; পুণ্যে;  
তুমি আমি সবাই
এই নিয়া পড়ে থাকি দুনিয়ায়।
হাটি চলি ভাবি ভালোবাসি স্বপ্ন দেখি।

স্বপ্ন দেখতে দেখতে
হোঁচট খাই মাঝে মাঝে।
এইখানে;
এই পৃথিবীতে
হোঁচট খাওয়াই রেওয়াজ।