এইখানে এইভাবে বসে থাকা যাবেনা আর
একটা কিছু করতে হবে
একটা কিছু করা দরকার।

এই কথা ভাবার পর
একইভাবে কেটে গেছে দশটি বছর।
তারপর আবার একদিন;
নতুন করে মনে হল-
এইভাবে একভাবে বসে থাকা
মানবো না আর;
একটা কিছু করতেই হবে।

তারপর
আবার ঘুম আবার রাত্রি আবার ভোর
আবার ভয় আবার চিন্তা
আবার চেষ্টা নতুন ভাবে বাঁচার,
আবার কেটে গেল
একে একে দশটি বছর।

আবার একদিন মনে হল
এইখানে এইভাবে একভাবে
বসে থাকা যাবে না আর।
শুধু শুধু বসে থাকা রীতিমত অন্যায়।