হে ব্যথিত যুবক
এতো সহজে হার মানলে চলে!
খুব সহজে মরে যেতে চাও?
মরতে হবে না
মরতে হবে না
অত ঝামেলা ভালো লাগেনা গো,
অনেক বেড়েছে
মন খারাপের দিন।
করাত কিংবা ড্রিল মেশিন
চালাতে জানো তো?
তোমার বুকটা চিড়ে হৃদপিণ্ড করো পরিষ্কার,
মুখে মুখে ভালোবাসায়
কোন ভরসা আছে!!
কে জানে কোথায় কতভাবে নষ্ট করেছো ওটা।
শুধু এইটুক করলেই হবে
আর যেন না শুনি মুখে
অলক্ষুনে কথা।