ডিসেম্বরও ধীরে ধীরে চলে যাচ্ছে,
অল্প কয়েকটা দিন, তারপর হারিয়ে যাবে সে
চকচকে কাঁচের বরফের উপর দিয়ে
হেঁটে হেঁটে নির্বিবাদে।
ক্যালেন্ডারের শেষ পাতার পর
টিউলিপ ফুটে থাকবে সারি সারি
লাল নীল হলুদ সবুজ।

ঘড়ির কাঁটা দৌড়ালো তীব্র বেগে
পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে
পেছনে অসংখ্য স্মৃতির খেলা।
কিছুই ঠিকঠাক হলো না,
স্বপ্নগুলো মেঘের ছায়ায় থেকে গেল অধরা।

বছরের শেষ পাতায় জমা হলো
বুক ভারি করা অভিমান,
ভাই হারানোর গভীর অভিযোগ;
কেউ তো ভালোবাসবে না ভাইয়ের মত।
হৃদয়ে স্থায়ী কালির দাগ,
থেকে যাবে দু'চোখে জলের ধারায়।

ইচ্ছেগুলো আকাশ ছুঁতে চেয়েও
সব বারের মতই পেরে উঠল না,
তারা রয়ে গেল বহু বহু দূরে;
ডিসেম্বরের ঠান্ডা বাতাসের নীরবতা,
জানুয়ারির মতোই।
কুয়াশায় ঢাকা পড়া যাবতীয় অভিযোগ।