বুকের মাংস কেটে ভালোবাসা প্রমাণের ভয় দেখিয়েছো!!
তোমাকে অফুরন্ত শুভকামনা,
অভিবাদন প্রিয়তম।
তাই বলে আমার হাতের রান্না খেতে চাইবে?

জিজ্ঞেস করতেই থাকবে
আমি রান্না করতে পারি কিনা?
রুটি বেলতে পারি কিনা!!?

রুটি আমি কভূ বানাইনি শোনো,
দয়া করে তুমি ওসব শিখে নাও,
ভাত রান্না,
তরকারি রান্না,
রুটি বানানো।

নো!!
তিনকোনা, চারকোনা,
কোন অদ্ভুত কোনা নয়,
একদম round রুটি বানাবে বুঝলে?

আমার কথা যদি পছন্দ না হয়!
যদি ব্যথা পাও মনে!
তবে বুক পকেট থেকে বের করে,
জঙ্গলে ফেলে দাও
আমি বনবাসী হই।

তুমি বরং তোমার বাড়ির
বুয়ার মেয়ের খোঁজ করো,
সে নিশ্চয়ই ভালো রাধতে পারে!
রুটি বেলতে পারে।

আমার বদলে
তাকে বুকপকেটে রেখো।
ভূল বুঝোনা যেন,

আমার সকল চিন্তা,
তোমারই ভালোর জন‍্য।
ওগো প্রিয়তম।।