আমায় আছাড় মেরে ফেলে দেয়ার আয়োজনে
কত লাভ পড়লো তোমাদের ভাগে
হিসাব করে দেখছো নাকি ?
সুয়া চাঁন পাখিরা।
ঐযে সেদিন
বোকা বোকা খাতির দেওয়া চেহারা নিয়ে
পেছন পেছন ঘুরেও
পাত্তা পাইলানা যখন;
কেমন লাগছিলো বলোতো,
আমায় দেয়া হৃদয় ভাঙা আঘাত কি অনুমান করা যায় কিছুটা?
আমি কি ইচ্ছা করে অমন কঠোর হয়েছিলাম
কেনো বানাইলা ঐরকম আমারে।
আঘাত করার আগে মনে ছিল না?
আমাকে তোমাদের কত প্রয়োজন।
মানুষের সমাজে বঞ্চিত ভাব কাটাইয়া কে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে হাঁটতে শিখাইছিলো।
যেই মুহুর্ত সেদিন আমারে
জলাভূমির পরিত্যক্ত ঘোষণা করলা
সেই মুহূর্তে নিজেরা পরিত্যক্তা হইলা,
আর আমি তোমাদের ভালো মানুষ চেহায়ার চোখের মধ্যে
নিষ্ঠুর চাহনির অর্থ বুঝলাম বিগত ছয় বছর পর।