একটি সোনালী দিন
একটি রঙিন নদী,
একটি সোনার নৌকা,
তাতে লাল, নীল, হলুদ,
সবুজ ফুল সাজানো।
নদীর জলে হালকা বাতাস,
একাকী হারিয়ে যাওয়া।
একটু একটু ঢেউ,
বাঁশির সুর কাহার!
আমার হৃদয় নাঁচে
ঠান্ডা সুশীতল।
বিগত মিছে দিন
আকাশে ভাসে মেঘ।
একটি সোনালী দিন।
একটি রঙিন নদী
আর একটি সোনার নৌকা,
দূর, অজানার দিকে
যখন হারিয়ে যাবো একা।
আর কি দেখা হবে,
জানি না।
শূণ্য একা আমি।
নদীর
কূলে কূলে স্মৃতি,
স্বপ্ন ভাঙ্গা জলের রঙে আঁকা,
হারানো দিনের গীতি।
একটি সোনালী দিন
একটি রঙিন নদী,
একটি সোনার নৌকা,
জীবনের স্রোতে,
সুখ দুঃখের অঘটন,
বাঁচার চেষ্টা তবু।