আমার চোখ বিশ্বাস ভরে
পৃথিবী মাপে;
পৃথিবী আমার চোখের মত নয়,
আমি ভাবি; আমি নিরাপদ আছি।
আসলে ব্যাপার অন্য!

আমার কণ্ঠ আমাকে আশ্বস্ত করে;
একটি বিশাল বাক্য
সাজিয়ে গুছিয়ে বলে!
আছে সে আছে।
আসলে
সে দূর!  

আমি কে!
কোথাকার!!
দীর্ঘশ্বাস।। আহ্!!
তাকে স্পর্শ করেনা এসব,
অথবা করে!
কত যুগ অনন্ত
ফসিলের যুগ !!
জীবন সমাপ্তির পথে।