মনের চোখের অনেক শক্তি আছে
আকাশে পাখা ছাড়া দু চারটা চক্কর
দিয়ে দেখা যায় দুনিয়ার কার্যকলাপ;
কোথায় কি হয়;
কোথায় কি হয় না।
যা কিছু পাওয়া হয় নাই
যা কিছু পাওয়া হবেনা কোনদিনও;
যা কিছু অতীত,
যা কিছু মানসিক,
যা কিছু ভয়,
যা কিছু দূর্বলতা,
যা কিছু রোগ ব্যাধি,
যা কিছু হাহাকার,
যা কিছু অন্যায়,
যা কিছু ব্যর্থতা,
যা কিছু পরিশ্রম দিন রাত্রি ভুলে,
যা কিছু বেদনা
যা কিছু আর নাই।
মৃত গাছ, মৃত বিড়াল, মৃত খরগোশ,
যা কিছু ফিরে আসবেনা আর।
যা কিছু প্রতারনা,
যা কিছু অপমান,
যা কিছু স্বার্থপর,
যা কিছু হারিয়ে আমি একা,
যা কিছু ভুল ছিল
যা কিছু স্বপ্ন দেখতাম
যা কিছু অপূর্ণ ঘুম।
একটি সোনালী সিঁড়ি;
সিঁড়ির অপর প্রান্তে তোমরা
মনের চোখ দিয়ে;
সিঁড়ির অপর প্রান্ত দেখি রোজ!
তোমরা আমাকে কাঁদতে দেখো না?
তোমাদের মনের চোখ কই??