সুউচ্চ আকাশে চিলের ডানায়
বিস্ময়কর বিশ্বাসে মগ্ন
শোষণের শোষিত অক্ষমতা।
জলেস্থলে ভেতরে বাহিরে শুধু সেইজন।
হীরক রাজ্যের বাদশা হয়ে ভেসে বেড়ায় স্বর্গে।
আমি বিপদসংকুল পৃথিবীর পরাধীন যোদ্ধা।
সত্যের সংগ্রামে অবিচল একা।
ভাগ্যের সীমাহীন পরিহাসে; জীবন মৃত্যুর সন্ধিক্ষণে,
নিদারুন নিষ্ঠুর তোমার বিচার!
অসময়ে বিষ বিদ্ধ কপালে
তাই কি এঁকে দিলে মৃত্যু উপহার?