হে যুবক
ভালোবাসার দোহাই দিয়ে
বাঁচতে পারবোনা হুমকি হাস্যকর।
এর থেকে তুমি
মাথায় পেট্রোল ঢেলে চুল পোড়াতে পারো।
হাল্কা এসিড মিশিয়ে মদ খেয়ে জানতে পারো;
জিনিসটার টেস্ট কেমন।
হারপিক অথবা ডিটারজেণ্ট
মিল্কশেকের সাথে  মিক্সড করে খাও,
কোন এক ভর দুপুরে।
এছাড়া
চলন্ত ট্রেন এর নীচে;
কি করে সারভাইভ করে টিকে থাকা যায়,
এটি নিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব ।
২১ তলা ছাদ থেকে লাফিয়ে
স্পাইডার ম্যান হওয়া যায় কিনা!
তার ও একটা অপশন আছে।
ব্লু হোয়াইল গেম খেলো;
নিজেকে নিজে ট্রেইন করবে।

শুধু শুধু কেন আমায় টানাটানি?
আমি তো বলছিই আত্মহত্যা মহাপাপ।