প্রানো বন্ধু
তোমার নাম দিনের মধ্যে অযুত নিজুত
মুখে আসে;
অন্তরে তো আছোই সারাক্ষন।
অথচ এই তুমি
ভাসাইলা সাগরে
আধ ভাঙ্গা ভেলায়
আমারে।
এত বড় সমুদ্রে
কোন দিকে
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক;
খুঁজে খুঁজে হয়রান আমি;
প্রাণনাশের ভয় ও তো আছে
প্রানো বন্ধু।
তুমি তো আমারে
কম পছন্দ করো আজকাল
আমি বুঝি সব।
আইনের উপর ভরসা নাই;
এই যুগে,
সব তো একপক্ষীয়
সুযোগ সুবিধা।
তারপরও একটা সাধারন
সুখের জীবন দাবি আমার,
আশা করতে তো দোষ নাই
প্রানো বন্ধু।