বিষন্নতারে ভয় আমি করিনা
বিষন্নতা আমার বাঁ হাতের কন্ট্রোলে
brain disease রে ও ভয় নাই
প্রতিদিনের ওষুধে এরা বন্দী।
আমি ভয় করি তোমারে;
বীরাঙ্গনা সখিনার মতন
রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে
বিপর্যয় এনে দিতে পারে
একটিমাত্র বাক্য,
তোমায় আমি ভালবাসি না।
হার্টফেল করে;
ততক্ষনাৎ মরে যাবো গো মজনু।।