তোমার  হৃদয়ে আমায় সযতনে রাখার প্রতিজ্ঞা করে,
সপ্ত আসমানে নিয়ে ছেড়ে দিয়ে বললে জান উড়ো।  
তুমি পারবে; তুমিই পারবে।

আতংকিত আমি
পড়ে যেতে যেতে বলেছি
পারবোনা আমায় ধরো!
আকাশে উড়বো অমন শক্তি কোথায়!!
আমার হাতটা একটু ধরো;

দেখো আমি ক্লান্ত হয়ে গেছি!
দেখো আমি উড়তে পারছিনা!
দেখো আমার ডান ডানাটা ভেঙ্গে গেছে!
দেখো আমি দেখতে পাচ্ছি না কিছু!
দেখো পুড়ে ছাই হয়ে যাচ্ছি।।
  
তুমি আহাজারি শুনলে; হেসে বললে;
আরে পাগলী ওসব কিছু না!
তুমি যেনো মুনি ঋষি,  
যতই আমি শুনতে চাই  
একটি সুন্দর কোমল দিনের আগমনী বার্তা!
ততই তুমি ধ্যান মগ্ন
শতাব্দী কাল ধরে।  

প্রলাপের মত বলেই চলো
উড়ো উড়ো উড়ো জান উড়াল দাও
তুমিই পারবে তুমিই পারবে।

আমি এত বড় হতে চাইনা, উড়তে চাইনা।
তুমি ওসব প্রলাপ কি বন্ধ করবে?  
তুমি যতই আমায় উড়তে বল
ততই দেখ আমি মাটি ভেদ করে রোজ
পাতালে মিশে যাই।।