চুপ
বলোনা তো আর
কেঁদোনা তো আর
করোনা তো আর
আশা
একলা মনে।
চুপ
ভেবোনা তো আর
চেয়োনা তো আর
বেঁধোনা তো আর
বাসা
নিরজনে।
চুপ
আর কথা নয়
আর ভাবা নয়
আর কাঁদা নয়
ক্রান্তি ক্ষণে।
চুপ
বলোনা আমাকে
বলোনা কাউকে,
তোমার স্বপ্ন
তোমার ভাসা
তোমার ব্যাথা
তোমার গোপন
যত কথা।
গোপন করেই রেখো
সংগোপনে।
জেনো
জীবন বড় নিষ্ঠুর
বাস্তবতার
অস্থিরতার
ব্যর্থ ক্ষণে।