তুমি দুর্যোগ তুমি বাজে
মরীচিকার বিভ্রান্তি;
বিপদগ্রস্থ আমার জীবনে
তুমি নির্দয় আর ক্লান্তি।
ওগো নিষ্ঠুর
ওগো অমৃত তিক্ত মহাজ্যোতি
তুমিই আমার বেদনা
অগণিত ক্ষতি।
আহত আমার
হাতটা একটু ধর;
ভুল করে হলেও
একটু স্মরণ কর।
আমি তুমিহীন বিরহ যন্ত্রনায়
আকুল হৃদয় তবু তোমাকেই চায়।
ফিরে আসো প্রিয়
দেখা দিয়ে যাও এবার;
সুদিন আসুক
সুদিন আসুক আবার।।