প্রিয়
গতকাল বললা ভালবাসি
আজকেই বসলা দোষের ঝুলি নিয়া
কাল্ কেই দেখি আবার
সেল ফোনে আরও আগে আরেকজনরে বলে
রাখছো ভালোবাসি।
বেইমান বন্ধু
তার জন্য ও জান ও জীবন কোরবান তোমার।
আমি কি ধরে নিবো তাইলে
গতকালকের ভালবাসাবাসি ছিল সব হেলুসিনেশন??
এরে ওরে জিজ্ঞেস করো
সখি ভালোবাসা কারে কয়
ও সখি তুমি কই আছো খুঁজে পাইনা
খুঁজে খুঁজে হয়রান।
এতজনরে এক মন দিয়া
ভালোবাসা কীভাবে সম্ভব?
আমারে ও শিখাও কিছু।
আমিও ভালবাসতে চাই একাধিক
শতাধিক।
বিশ্বাসে কপালে মিলেছে বদনাম।
অকথ্য তিরস্কার।