তিলে তিলে মরে মানুষ, পাশে যারা থাকে তাদের অত্যাচারে,
তারাই আবার বিলাপ করে,মিথ্যে কান্নার ছলে।
দুনিয়া কাঁপিয়ে কষ্টের সুরে, সাজিয়ে তোলে কথা,
অসহায়ের জীবন নিয়ে, করে ছলা কলা।
দুঃখের কথা তুলে ধরে, নিজেদেরই খাঁটি, নিজের ভুলে ব্যথা দিয়ে, তারা থাকে মাটি। ভুলে যায় যে তারাই ছিল, আঘাতের মূল, জীবনের সব হাসি খুশি, করেছে ব্যাকুল।
মৃত্যুর পরে কান্না করে, ভালোবাসার ভান, যার ছিল না হৃদয়ে স্থান, জীবনে কোনো মান। তিল তিল করে শেষ করেছে, যাকে দিয়েছে বিষ, তারাই এখন বলে, "সে ছিল কত প্রিয় ।"