তারপরও তুমি,
রোদের তাপে নিঃশব্দ ছায়া
হৃদয়ে গভীর শান্তি,
নামহীন অথচ অন্তরের টান,
ব্যাখ্যা নাই এর শুধু অনুভব সম্পর্কের।
তুমি আমার রোদ।

তারপরও তুমি,
মেঘ হয়ে ভেসে বেড়াও আকাশে,
অপার্থিব সৌন্দর্যের নীলে,
তুমি আমার শান্ত শীতল মেঘ।

তারপরও তুমি,
বৃষ্টির ফোঁটায় শুকনো মাটির গন্ধ,
চোখের জলে ভেজাও অহরহ,
স্নিগ্ধ কোমল প্রশান্ত ভালোবাসায়।
তুমি আমার প্রশান্তি।

তারপরও তুমি,
গান হয়ে হৃদয় মাঝে বাজো,
ভাষাহীন আবেগ অনুভূতি,
তুমি আমার ভালোবাসার গান।

তারপরও তুমি,
বাতাসে উড়াও নিঃসঙ্গতা,
সন্ধ্যার বিষন্ন আলোয় ঝলমলে চাঁদ।
তুমি আমার আকাশ ভরা চাঁদ।

তুমি থেকো,
এভাবে থেকো,
আমার প্রতিটা দিনের আলো হয়ে,
তুমি ছাড়া আমি অন্ধকার।
তুমি আমার সূর্য।