মেঘের আওয়াজ কাঁচের দেয়াল শান্তি ঢেকে রাখে,
ব্যস্ত শহর নানান শব্দে নানান রঙ মাখে,
পৃথিবীময় মহামারীর বিপর্যয়ের ফাঁকে
কতরকম খবর আর কথার বাঁকে বাঁকে,
পাখির ডানায় কত রকম খবর ভেসে আসে
আর মনের ভেতর নিঃশব্দ কান্না জমে থাকে।
সারাদিন ভর কাজ করে যাই
চাই না তো অবসর,
চাই না খাতা আঁকা বাঁকা অসম্পূর্ণ ঘর,
সব কিছু যায় যাওয়ার মতন কথার ফাঁকে ফাঁকে।
শুধু মনের ভেতর নিঃশব্দ কান্না জমে থাকে।