মাঝে মাঝে মনের মধ্যে
কি হয় তোমার?
যানজট ভরা ব্যস্ত সড়কে;
আকাশের উপরে;
ক্ষণে ক্ষণে বার বার;
উদ্দেশ্যহীন;
বেমানান
চিলের হাহাকার।
মসৃণ ডানা মেলে উড়ো
দ্বিধা দ্বন্দ্বে
জলেস্থলে
সমস্তটাই তোমার দখলে।
মেঘে মেঘে; গাছের শাখায়
পত্র পল্লবে বিচরন।
একটাই অসুখ এখন
একটা ভাবনাই মাথা জুড়ে তোমার।
আমি জল পদ্ম
একটু বাতাসে রাখতে পারিনা ভার;
তোমার পাখার ঝাঁপটায়
ভেঙে চুরে ছারখার।।
হে যুবক; তুমি স্বৈরাচার।।