পঁইত্রিশ বছরের সঙ্গী চলে গেলো,
রয়ে গেলো ঘরে ছড়ানো স্মৃতি
আলনায় ঝুলন্ত পাঞ্জাবি
যেনো কোথাও গিয়েছে;
এই ফিরলো বলে।
করুন বেদনাদায়ক হাসি,
সে যে আর ফিরে আসবে না,
শূন্যতা ছড়িয়ে যায়, জীবনের পথে,
পানির ঝর্নায় ভাসে স্মৃতি,
ভালোবাসা আছড়ে পড়ে চুপিচুপি।
চলতে চলতে সময়ের রঙ বদলে যায়,
সঙ্গী চলে গেলে,
মনে পড়ে তার হাসি,
একটু পরেই ফিরবে, একটিবার!
এই আশায় বুক বেঁধে রাখে
অথচ জানে ফিরবে না আর।
তার গায়ের গন্ধ
আর অব্যক্ত নানা কথা,
প্রতিটি মুহূর্ত ভরা তরতাজা স্মৃতি,
পঁইত্রিশ বছরের সঙ্গী চলে গেলো,
হৃদয়ে রয়ে গেলো তার মধুর স্পর্শ।