আমার এই অন্তরে কঠিনো আকারে,
বেঁধে রয় তোমার মন।
যাহা কিছু সত্য তোমাতেই ডুবিয়া,
অন্ততে আজি যাই হারাইয়া।
এই রক্তিম গোধূলি সন্ধ্যা নামে,
যেন তোমাতে পাই আমি সুখের প্লাবন।
হারাই যেন আজি আমি এই স্রোতের টানে,
দূঃখ গুলো নিয়া যায় দিগন্তে!
ওই হরিণো মায়া চোখে,কাজলের গাঢ় তলে,
বন্ধী হয়েছি আজিকে আমি।
সুকেশীনি তুমি বাধিয়া রাখো আমায়,
তোমার ঐ কেশের বাঁধনে!
অনরগল ঐ হাসিতে হারিয়েছি পথ,
সুহাসিনী উপাধিটা তোমার নামেই হোক!
কবি মনে মোর লেগেছে হাওয়া,
প্রেমো মালা তোমার ই হোক!
যত ক্লান্তি অবসান, প্রেমের মোহটান,
মিশে যাক সব, গহিন-অতলে।
তোমারি তরে হোক আমার ই প্রেম নিবেদন,
হোক নিবেদন ভালোবাসার!!