শয়ে গেছে বাপু আমার,
হয় না এখন দুঃখ।
কে কোথায় মার খেলো,
দেখার সময় নাইতো।
আমি বাবা ভালো আছি,
এটাই বড় কথা!
এইসব ঝয়জামেলা ফিরে চাই নাকো।
পেটের দায় বাঁচি আমি,
রাজার নীতি বুঝি না।
ও বেটা কি কয় তাও কিন্তু শুনি না।
গুলি মারলো কে কারে দেখিছি স্পষ্ট!
তবু ও ভাই আমি চোখ রাখি করে বন্ধ।
আমি বুঝি সুবিধা, বুঝিনা মারপেঁচ,
বেটা নাকি মরলো কয়টা,
খুলে দেখলাম তাও খবরের পাতা,
ও সব ও আর বিশ্বাসে আসেনা।
নিয়েছে কাড়ি লেখকের কলম,
নিয়েছে কাড়ি শব্দ ভান্ডার।
লেখা গুলোকে করেছে বিকৃত,
করতে হবে শুধু তাদের দাসত্ব!
দেখি পত্রিকা গুলো আজ গায় অন্যার গান,
ছাপা বইয়ে শুধু লেখা তাহাদের গুনগান।
জনগন এর মুখে আমের আঁটি,
কলমে পড়ালো হাতকাড়া!
চোখে দিলো কালো কাপড়,
কানে তুলোর বোঝা!
যাই বলে তাই মানি তাই বুঝি কর্ম,
রাজার দাস আামি দাসত্ব ই আমার ধর্ম!