হৃদয় কেঁদে উঠে নিজ অজানায়,
প্রভুর দরবারে আরজি জানাই।
করো না হৃদয় পাথর এই অবলার,
তুমি ছাড়া আর কে আছে আমার।
ক্ষমা করে দিও আমায় পাপ যত করেছি,
শেষ দিনে কি নিয়ে দাড়াবো তাই ভাবছি,
কতদিন গেছে কেটে জায়নামাজে দাঁড়ায়নি,
কত সময় গেছে হেসে তোমার কালাম ধরিনি।
হাবিবের শানে দরুদ পাঠ করা হয়নি,
ভুল ত্রুটি ভরা জীবন ক্রমশই মৃত্যুর প্রহর,
গানে গানে স্বীকারোক্তি দিয়ে যাই বারে বার,
ক্ষমা করে দিও আমায় পাপ যত করেছি।
রাতে শেষ ভাগে প্রভু আমি হাজির হলাম,
দুই চোখের পানি দিয়ে তোমার কাছে ধরা দিলাম,
এই অভাগার সেজদা কবুল করো আরশের মালিক!
ক্ষমা করে দিও আমায় পাপ যত করেছি।