কোন এক বিকেলে,তুমি নীল শাড়ীতে,
আমি বেশ এলোমেলো সাজে....
রমনার লেকের পাশের বেঞ্চে দুজনে,
শান্ত বিকেলের সৌন্দর্যতা উপভোগে ব্যস্ত।
এমনই সময় হঠাৎ ই, গগনণ এ আষাঢ়ের গর্জন,
ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে গগণ কালো মেঘে!
আচমকা এক দমকা হাওয়া এসে তোমার চুলে লাগতেই,
আমি তোমার সৌন্দর্য উপভোগে মহাব্যস্ত !!
চেয়ে রইলাম, কমলতায় স্নিগ্ধ সেই মায়াবী চেহারায়!
তুমিও বেশ মুচকি হাসিতেই শায় জানি দিলে,
" মন্দ লাগছে না আমার চাহনিতে"!
কিছু পরে হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজিয়ে দিতে লাগলো,
প্রকৃতির উপ্ত পরিবেশ, মুছে যেতে লাগলো সকল গ্লানী।
একই ছাতার নিচে দুজন এ বসে, অপলক দৃষ্টিতে...
এভাবে করে কেটে যাবে কিছুক্ষন,যেন প্রেম নিবেদন এর প্রথমক্ষণ।
যেন ভালোলাগা -ভালোবাসা মাঝে নেই দ্বিধা- সংশয়!!